৫০ শতাংশ ইসরাইলি রাশিয়াকে ‘ইসরাইলের শত্রু’ হিসাবে দেখে

আপডেট: August 22, 2022 |

প্রায় ৫০ শতাংশ ইসরাইলি রাশিয়াকে ‘ইসরাইলের শত্রু’ হিসাবে দেখে বলে এক সমীক্ষায় দেখা গেছে। ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক রুশ ভাষী রাশিয়ান নিউজ সাইট ইসরাইলি মনোভাবের ওপর ওই সমীক্ষা চালায় বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।

১৫-১৭ আগস্ট ওই সমীক্ষা চালানো হয়। এতে ৪৭১২ জন উত্তরদাতা অংশগ্রহণ করেন।

সমীক্ষায় অংশ নেওয়া ৪৯ শতাংশ ইসরাইলিই মনে করে ‘রাশিয়া ইসরাইলের শত্রু’। অন্যদিকে ৪২ শতাংশের ধারণা রাশিয়া ইসরাইলের ‘বন্ধুও নয়, শত্রুও নয়’। সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ৬ শতাংশের ধারণা  রাশিয়া ইসরাইলের বন্ধু।

ইউক্রেনের ওলিমের মধ্যে, রাশিয়ার প্রতি লক্ষণীয়ভাবে আরও বেশি শত্রুতা রয়েছে: ইসরাইলের বসবাসরত ইউক্রেনীয় বংশোদ্ভূতদের মধ্যে ৬১ শতাংশ রাশিয়াকে ইসরাইলের শত্রু হিসেবে দেখেন, ইসরাইলের বসবাসরত রুশ বংশোদ্ভূতদের মধ্যে ৩৭ শতাংশ এর সঙ্গে একমত। অন্যদিকে ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তাদের রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে।

সমীক্ষায় আরেকটি মজার তথ্যও উঠে এসেছে। সমীক্ষায় অংশ নেওয়া ৬৩ শতাংশ ইসরাইলি ইউক্রেনকে ‘বন্ধু কিংবা শত্রু’ কোনোটাই মনে করে না। মাত্র ২৩ শতাংশ ইউক্রেনকে ইসরাইলের বন্ধু মনে করে। ১০ শতাংশ ইউক্রেনকে ইসরাইলের শত্রু মনে করে।

Share Now

এই বিভাগের আরও খবর