ইরাকের কারবালায় মাজারে ভূমিধস, নিহত ৫

আপডেট: August 22, 2022 |
print news

ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ কারবালায় একটি মাজারে ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

কাতারাত আল-ইমাম আলী মাজারটি কারবালা শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পশ্চিম মরুভূমির মধ্যে অবস্থিত। খবর ডেইলি সাবাহর।

শনিবার ভূমিধসে মাজারটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়েছে।

ইরাকের দমকল বাহিনী জানিয়েছে, আর্দ্রতার কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর