কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অনৈতিক: শিক্ষামন্ত্রী

আপডেট: August 25, 2022 |

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘কোচিংয়ের যে সমস্যা সেটি হলো একজন শিক্ষক ক্লাসে পড়িয়েও আবার সেই শিক্ষার্থীদের তাঁর কাছে কোচিংয়ে যেতে বাধ্য করেন এবং না পড়লে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করেন। কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া খুবই অনৈতিক ও অপরাধমূলক কাজ।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এই সভার আয়োজন করে আইভি রহমান পরিষদের কেন্দ্রীয় কমিটি। ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় আইভি রহমান আহত হন। পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট হাসপাতালে মারা যান।

কোচিংয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘কোচিং দরকার হতেই পারে। অনেক শিক্ষার্থী ঠিকমতো বাড়িতে পড়তে পারে না বা কোনো বিষয়ের জন্য একটু বেশি সময় দিতে হয়। আমাদের ক্লাস সাইজগুলোও বেশি যার কারণে শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়া সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০-৩৫ শিক্ষার্থী বসিয়ে ক্লাস করানোর। অনেক কারণেই কোচিংয়ের দরকার হতে পারে। দেশি-বিদেশি অনেক পরীক্ষার জন্য কোচিং করতে হয় শিক্ষার্থীদের। অন্যান্য দেশেও কিন্তু কোচিংয়ের ব্যবস্থা রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদকের অসীম কুমার উকিল এমপি, বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকা, সদস্য মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

 

Share Now

এই বিভাগের আরও খবর