অভিনেতা আরিফিন শুভর পৃথিবী জুড়েই রয়েছেন মা

আপডেট: August 25, 2022 |
print news

২০১৭ সাল থেকে অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি। পাঁচ মাস আগে তার হার্নিয়া অপারেশন হয়েছে।

বার্ধক্যজনিত আরো নানা জটিলতাও রয়েছে। মাকে নিয়ে শুভর একটা বড় সময় কেটে যায়।

গত জন্মদিনটাও হাসপাতালে কেটেছে শুভর। বিশেষ ওই দিনে আলাপকালে শুভ বলেছিলেন, ‘এটা আসলে আমার কাছে তেমন কোনো বিশেষ দিন নয়, পৃথিবীতে সবার আগে মা। মা না থাকলে আমার সব জন্মদিনই বৃথা। ’
তার মানে শুভর পৃথিবীজুড়েই রয়েছেন মা। যার আরেকটি নমুনা দেখা গেল বৃহস্পতিবার। এদিন নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন আরিফিন শুভ। যেখানে মায়ের সঙ্গে লুডু খেলতে দেখা যায় শুভকে। বিষয়টি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ক্যাপশনেও শুভ লিখে দিয়েছেন- ‘দোয়া করবেন আমাদের জন্য। ’ সঙ্গে হৃদয় ও প্রার্থনার ইমোজি জুড়ে দিয়ে লেখেন- ‘মা’।

মায়ের সঙ্গে কাটানো সময় প্রসঙ্গে শুভ বলেন, ‘মা অসুস্থ। সব সময় মনমানসিকতা ঠিক থাকে না। আজ মায়ের মন বেশ ভালো। তাই ভাবলাম একটু লুডু খেলি। যতক্ষণ পারি সময় দেওয়ার চেষ্টা করি। গত ছয় বছর ধরে মা ঢাকাতেই আছেন, আমার বাসায়। ওনাকে গুলি করলেও আর কোথাও যাবে না, যায় না। ’

গত ছয় বছর ধরে শুভর ঢাকার বাসায়ই রয়েছেন তার মা খাইরুন নাহার।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর