সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন দুদকের

আপডেট: August 27, 2022 |
print news

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার (২৭ আগস্ট) দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্রাটের জামিন বাতিল আবেদনের বিষয়ে রোবাবর (২৮ আগস্ট) শুনানি হতে পারে।

এর আগে, গত ২২ আগস্ট শর্তসাপেক্ষে সম্রাটকে জামিন দেয় আদালত। শর্তগুলো হলো- পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। এর মধ্যে গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর ফের আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় সম্রাটকে।

Share Now

এই বিভাগের আরও খবর