চলচ্চিত্রাভিনেতা আব্দুল্লাহ সাকী আর নেই
চলচ্চিত্রাভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টায় জামালপুর জেলার রশিদপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
চলচ্চিত্র সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক জানান, আব্দুল্লাহ সাকী অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে।
৯০ দশকের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সাকী। তার চরিত্রগুলো স্বল্প সময়ের হলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে। ঢালিউডের বড় বাজেটের ও নামি অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
আব্দুল্লাহ সাকীর মৃত্যুতে অনেকেই ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন। চিত্রনায়ক ওমর সানী লেখেন, ‘‘একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত সিনেমা ‘প্রেম গীত’ সিনেমায় আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য সিনেমার শিল্পী সাকী ভাই গতরাত ১টা সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালো। সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।