সিরিয়া ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে

আপডেট: August 29, 2022 |

সিরিয়ায় মোতায়ন করা রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

ইহুদিবাদী ইসরাইলের চারটি জঙ্গিবিমান বৃহস্পতিবার রাতে সিরিয়ার মাইসাফ শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খবর সানা ও তাসের।

রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরাইলের চারটি বিমান থেকে মোট চারটি ক্রুজ এবং ১৬টি গাইডেড বোমা ওই কেন্দ্রের ওপর ফেলা হয়।

রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাতটি বোমা ধ্বংস করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইহুদিবাদী ইসরাইল এই হামলা চালায়। ইসরাইলি এ হামলায় দুজন বেসামরিক নাগরিক আহত হন।

ইসরাইলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কিছু স্থাপনার ক্ষতি হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর