জবির বাংলা বিভাগে ‘মহাভারত’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: August 29, 2022 |

মো.আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগে মহাভারত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী’র সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মোছা. শামীম আরা’র উপস্থাপনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একক বক্তৃতা প্রদান করেন, কলকাতার বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দিরের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এবং পুরাণ বিশেষজ্ঞ ড. শামিম আহমেদ।

তিনি “মহাভারতঃ প্রসঙ্গ রাজনীতি ও নৈতিকতা” শিরোনামে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
নান্দনিক এ উপস্থাপনায় বাংলা বিভাগ এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য “বিষাদ বিন্দু” খ্যাত ড. শামিম আহমেদ পুরাণ বিষয়ক বিশেষজ্ঞ। তাঁর বিখ্যাত গ্রন্থ “মহাভারতে দ্রৌপদী, মহাভারতে গুপ্তহত্যা, মহাভারতে নাস্তিকতা, মহাভারতে বিবাহ, মহাভারতে যৌনতা প্রভৃতি। এছাড়া তাঁর মৌলিক রচনা আখতারনামা, সাত আসমান, কলকাতায় গালিব উল্লেখযোগ্য পাঠকপ্রিয় হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর