আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ : জেমি সিডন্স

আপডেট: August 30, 2022 |

আজ এশিয়া কাপের মিশন শুরু করছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি দারুন উপভোগ্য হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এমন কথা বলেন সিডন্স।

সাম্প্রতিক কালে টি-টোয়েন্টিতে মোটেও ভালো করছে না বাংলাদেশ। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে। এর মধ্যে জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ পরাজয়ও ছিল। এশিয়া কাপ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে গত কিছুদিন দুবাইয়ের মাঠে প্রস্তুতিতে ঘাম ঝড়িয়েছে। তাই আফগানদের বিপক্ষে খেলতে দল পুরোপুরিভাবে প্রস্তুত বলেই ঘোষণা দিয়েছেন সিডন্স।

শারজাহতে টিম হোটেলে জিম করার সময় করা একটি ভিডিওতে সিডন্স বলেন, ‘আমি এখন জিমে। প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের মধ্যে আবহ ভালো, সবাই ফিট আছে। মাঠে নামতে আমরা প্রস্তুত। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই তা জানা যাবে। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন। ‘

এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ দুই আসরের ফাইনালিষ্ট হয়েছিল। দু’বারই ভারতের কাছে হারতে হয়েছে। আর ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিল বাংলাদেশ। ইতোমধ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। দ্বীপরাষ্ট্রের দলটিকে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে। তাই আত্মবিশ্বাসী হয়েই টাইগারদের মুখোমুখি হবে মোহাম্মদ নবির দল

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর