অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

আপডেট: August 31, 2022 |

আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলোম্বোতে হবে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলটির অধিনায়ক ডিফেন্ডার ইমরান খান। কোচ হিসেবে ডাগ আউট সামলাবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি।
এবারের বয়সভিত্তিক সাফে অংশ নিচ্ছে ছয়টি দেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে খেলবে মালদ্বীপ ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী নেপাল ও ভুটান। দুই গ্রুপের সেরা দুই দল লড়বে সেমিফাইনালে।

বাংলাদেশের ম্যাচ সূচিঃ

৫ সেপ্টেম্বর ২০২২ : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট

৭ সেপ্টেম্বর ২০২২ : মালদ্বীপ বনাম বাংলাদেশ, বিকাল ৪ঃ৩০ মিনিট

দুটি সেমিফাইনাল হবে ১২ই সেপ্টেম্বর এবং ফাইনাল ১৪ই সেপ্টেম্বর।

বাংলাদেশ স্কোয়াডঃ

গোলরক্ষক : আসিফ, সোহানুর রহমান ও ইসমাইল হোসেন মাহিন।

ডিফেন্ডার : পারভেজ আহমেদ, ইমরান খান, আশিকুর রহমান, সিয়াম অমিত, মোহাম্মদ রাতুল ও সিরাজুল ইসলাম রানা।

মিডফিল্ডার : চন্দন রয়, নাজমুল হুদা, স্বপন হোসেন, সজল ত্রিপুরা, সাইফুল ইসলাম, ইফতিয়ার হোসেন, সামুয়েল রাক্সাম ও মিঠু চৌধুরী।

ফরোয়ার্ড : রুবেল শেখ, মুর্শেদ আলী, মিরাজুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোলতাজিম আলম হিমেল ও সুমন সোরেন।

বৈশাখী নিউজ/ এপি

 

Share Now

এই বিভাগের আরও খবর