কুবিতে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু ২ অক্টোবর

আপডেট: September 24, 2022 |
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ৮ দিনের ছুটিতে যাচ্ছে।

এ উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান ও শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, হলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা ভিসি স্যারের সাথে এই সপ্তাহেই মিটিং করে সিদ্ধান্ত নিব।

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর থেকে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পূর্বের নিয়ম মেনে চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর