গাজীপুরে ‘শিশু আইন ২০১৩’ বাস্তবায়নে সমস্যা ও সমাধান শীর্ষক সমন্বয় সভা

আপডেট: October 1, 2022 |

গাজীপুর প্রতিনিধি: শিশু আইন ২০১৩ বাস্তবায়নে সমস্যা ও সমাধান শীর্ষক গাজীপুর জেলার বিচার বিভাগ ,পুলিশ বিভাগ ও সমাজ সেবা বিভাগের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী নাটা দৃকালয় অডিটোরিয়ামে শনিবার দুপুরে ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা আফরোজ।

এ সময় গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম আনোয়ারুল করিম, গাজীপুর জেলা শিশু আইন আদালতের বিচারকগণ , সমাজ সেবা অধিদপ্তরের শিশু বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও শিশু বিষয়ক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

সভায়, বক্তারা শিশু আইন ২০১৩ বাস্তবায়ন সমস্যা ও সমাধান লক্ষে বিভিন্ন শিশু আইন বিষয়ে দিকনির্দেশনা মূলক কথা বলেন।

Share Now

এই বিভাগের আরও খবর