গাজীপুরে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

আপডেট: October 6, 2022 |
inbound3856536176908022885
print news

গাজীপুর প্রতিনিধি: আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিতব্য গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা

বৃহস্পতিবার গণসংযোগ ও এক মতবিনিময় সভা করেছেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের নগরভবনে তিনি এ গণসংযোগ ও মত বিনিময় সভা করেন। এ মত বিনিময় সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি আব্দুল হাদী শামীম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন, কৃষক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান সহ গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ , সংরক্ষিত নারী কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন মোল্লা দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য অনুরোধ জানান।

তিনি নির্বাচিত হলে গাজীপুরের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় রাস্তাঘাট, মসজিদ ,মাদ্রাসা ,মন্দির, গির্জা, এতিমখানা, বৃদ্ধাশ্রম নির্মাণসহ বহুমুখী উন্নয়ন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর