নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট: December 3, 2022 |
print news

মো. কামরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধিঃ “অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা” এই স্লোগানকে সামনে রেখে,নেত্রকোণায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠনের নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসানসহ জেলার বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দ।

পরে প্রতিবন্ধীদের মাঝে ৪ টি হুইল চেয়ার ১টি সাদাছড়ি ১টি কানের ডিভাইজ বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর