রাশিয়ার ওপর পরমাণু হামলা চালালে পৃথিবী থেকে সেই দেশকে নিশ্চিহ্ন করা হবে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, কোনো দেশ রাশিয়ার ওপর পরমাণু হামলা চালানোর সাহস দেখালে পৃথিবী থেকে সেই দেশ নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
ডেইলি মেইল জানিয়েছে, কিরগিজস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার তরফ থেকে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো নির্দেশনা নেই। … তবে আক্রমণের শিকার হলে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র দিয়ে শক্তিশালী জবাবের নিশ্চয়তা রয়েছে।
পুতিন সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে হলে শেষ পর্যন্ত একটি চুক্তি করতে হবে। তিনি দাবি করেছেন, ক্রেমলিন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য পথ খোলা রেখেছিল। তবে এও বলেছিলেন, পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেনীয় শক্তির ওপর তার আস্থা ‘প্রায় শূন্য’।
জার্মানির একটি ম্যাগাজিনে বুধবার দেওয়া সাক্ষাৎকারে সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, মিনস্ক চুক্তি ছিল ইউক্রেনকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত হওয়ার জন্য সময় দেওয়ার একটি চেষ্টা।
শুক্রবার কিরগিজস্তানে সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, আঙ্গেলা মের্কেলের এমন মন্তব্যে তিনি হতাশ।
সূত্র: ডেইলি মেইল।