বাইডেনকে ইউক্রেনের সামরিক পদক দিলেন জেলেনস্কি

আপডেট: December 22, 2022 |
print news

যুদ্ধাবস্থার মধ্যে এই প্রথম বিদেশ সফরে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্টকে ইউক্রেনের সামরিক পদক দিয়েছেন, যেটি দেশটির পক্ষ থেকে কাউকে সর্বোচ্চ সম্মান।

বুধবার জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন। ওভাল অফিসে তারা বৈঠক করেন। সেখানেই ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদক হস্তান্তর করেন যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

বৈঠকে বাইডেনকে জেলেনস্কি বলেন, ‘প্রথমেই আপনাকে ধন্যবাদ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এখানে আসতে পারাটা অনেক সম্মানের।

জেলেনস্কি জানান, ‘ক্রস অব মিলিটারি মেরিট’ পদকটি ইউক্রেনীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে দেওয়া হয়েছিল। তিনি তার পদকটি বাইডেনকে দিয়েছেন।

পদকটি গ্রহণ করেছেন বাইডেন। বলেছেন, ইউক্রেনীয় ক্যাপ্টেনকে তিনি একটি সামরিক স্মারক উপহার দেবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি আগেই যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রতি সমর্থনের জন্য তিনি বাইডেন, মার্কিন কংগ্রেস ও দেশটির সাধারণ মানুষের প্রশংসা করেন।

জেলেনস্কিকে বাইডেন বলেন, ‘আপনি এ বছরের সেরা মানুষ।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এই যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটেছে। বহু ইউক্রেনীয় প্রাণভয়ে দেশান্তরী হয়েছেন। এই যুদ্ধে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে। রুশ হামলা শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন জেলেনস্কি।

Share Now

এই বিভাগের আরও খবর