তেলেগু ভাষাগোষ্ঠীর নতুন প্রজন্মকে কর্মমুখী শিক্ষা গ্রহণের আহ্বান

আপডেট: January 2, 2023 |

নিজস্ব প্রতিবেদক: দেশে বসবাসরত তেলেগু ভাষাগোষ্ঠীর নতুন প্রজন্মকে কর্মমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। তাই এখন থেকেই আমাদের কর্মমুখী শিক্ষার গ্রহণের জন্য প্রস্তুতি নিতে হবে।

সোমবার ( ২ জানুয়ারি) রাজধানীর ধলপুরে রূপান্তর মিনিস্ট্রিজ আয়োজিত খৃষ্টীয় নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী ওড্ডাদীআনু সা। এসয়ম উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, রুপান্তর মিনিস্ট্রিজ পরিচালক যোসেফ ইউকে নন্দম জয়, পাষ্টর রেভা মারিয়া দাস, জর্দান চার্চ অব ক্রাইস্টের সম্পাদক সামু দাসসহ অন্যরা।

রাহাত হুসাইন বলেন, প্রায় দুইশ বছর ধরে এদেশের তেলেগু ভাষাগোষ্ঠীর লোকজন বসবাস করে। তারা আমাদের দেশের নাগরিক। তাদের উন্নয়ন আর কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার কাজ করছে। তেলেগু জনগোষ্ঠী আওয়ামী লীগ সরকারের আমলেই সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়েছে। এর আগে কোনো সরকারই তাদের জীবনমান উন্নয়নে কাজ করে নি। তেলেগু সম্প্রদায়ের আবাসন কর্ম আর বাসস্থানের সংকট সমাধানেও সরকার কাজ করছে। পর্যাক্রমে সকলকেই আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তাই স্মার্ট বাংলাদেশে নিজেদের খাপখাওয়াতে এখন থেকেই তেলেগু ভাষাগোষ্ঠীর নতুন প্রজন্মকে কর্মমুখী শিক্ষার আওতায় আনতে হবে।

অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করায় রুপান্তর মিনিস্ট্রিজ পরিচালক যোসেফ ইউকে নন্দম জয় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

Share Now

এই বিভাগের আরও খবর