এক দিনেও অনেক কিছু করা সম্ভব : সাকিব

আপডেট: January 4, 2023 |

মিরপুর শেরে বাংলায় আগামী শুক্রবার থেকে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরের। টুর্নামেন্ট শুরুর আগেই বিসিবির নানা অব্যবস্থাপনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আজ বুধবারতো বিপিএলকে মোটামুটি ধুয়ে দিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের এই অধিনায়ক দাবি করলেন, তাকে বিপিএলের সিইও বানালে সব ঠিক করে দিতে পারবেন।

আজ একদিনের জন্য বরিশাল ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়ে অফিসে বসেছিলেন সাকিব। সেখানেই সাকিব বিপিএল নিয়ে সাংবাদিকদের বলেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে। গ্রামের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল দেখবেন না, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা থাকবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না। ‘

এসময় সাকিবের কাছে জানতে চাওয়া হয়, বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে তিনি কী করবেন? বিশ্বসেরা অল-রাউন্ডার সোজাসুজি বলে দেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে। ‘ এরপর অনিল কাপুর অভিনীত বলিউডের ‘নায়ক’ সিনেমার উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘”নায়ক” সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে। ‘

উল্লেখ্য, ‘নায়ক’ সিনেমায় অনিল কাপুরকে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। এক দিনেই দুর্নীতির মূলোৎপাটন করেছিলেন শিবাজী রাও চরিত্রে অভিনয় করা অনিল কাপুর।

Share Now

এই বিভাগের আরও খবর