মস্কোর দখল করা অঞ্চলগুলো রাশিয়ার বলে স্বীকৃতি দিলেই সমঝোতা হবে : পুতিন

আপডেট: January 5, 2023 |

 

ইউক্রেনে হামলা শুরুর ৩১৬ দিন পর সমঝোতার কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তিনি তার শর্তের গণ্ডিও সীমিত করে এসেছেন। তার দাবি, কিয়েভ যদি মস্কোর দখল করা অঞ্চলগুলো রাশিয়ার বলে স্বীকৃতি দেয় তাহলেই সমঝোতা হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘কিয়েভ কর্তৃপক্ষ নতুন আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় নেওয়ার বারবার উচ্চারিত দাবি মেনে শর্তে পুতিন আবারও সংলাপের জন্য রাশিয়া প্রস্তুত বলে নিশ্চিত করেছেন।’

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর দেশটির পূর্ব ও দক্ষিণের বিস্তৃত অংশ দখল করে নেয় রাশিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া পশ্চিমা রাষ্ট্রগুলোর ধ্বংসাত্মক ভূমিকার ওপর জোর দিয়েছে, যারা কিয়েভ সরকারকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে এবং তাদেরকে অপারেশনাল তথ্য ও লক্ষ্যমাত্রা সরবরাহ করছে।’

ক্রেমলিন জানিয়েছে, এরদোয়ান ও পুতিন ‘রাশিয়া থেকে খাদ্য ও সার সরবরাহের প্রতিবন্ধকতা অপসারণ’ এবং ‘রাশিয়ার রপ্তানিতে সব বাধা অপসারণের’ প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর