ব্যাপক লাইফস্টাইল সুবিধা দেবে ব্র্যাক ব্যাংকের ‘আস্থা মিউজিক’

আপডেট: January 9, 2023 |

ব্র্যাক ব্যাংক-এর ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ এখন বাংলাদেশের প্রথম ব্যাংকিং সুপার অ্যাপ হতে চলেছে। বাংলাদেশে প্রথমবারের মত নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘আস্থা প্লে’ তৈরি করার পর, এটি এখন একটি মিউজিক প্ল্যাটফর্ম ‘আস্থা মিউজিক’ চালু করতে যাচ্ছে।

নতুন এই ‘আস্থা মিউজিক’ ফিচারটি আস্থা অ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও ব্যাপক লাইফস্টাইল সুবিধা দিবে। এরই অংশ হিসেবে আস্থা অ্যাপ ব্যবহারকারীদের জন্য মিউজিক সুবিধা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্বাধীন মিউজিক এবং ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম এবং স্বাধীন মিউজিক-এর সিইও সাবিরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মোঃ রাশেদুল হাসান স্ট্যালিন এবং ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস-এর এফএভিপি সুলতান মাহমুদ সরকার। এ সময় স্বাধীন মিউজিক-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ওয়াহিদ রহমান এবং সিনিয়র ম্যানেজার শামীমা রহমান।

ডিজিটাল ব্যাংকিং সুপার অ্যাপ আস্থা’র মাধ্যমে, ব্র্যাক ব্যাংক সর্বোত্তম ও চার্জ-মুক্ত লাইফস্টাইল এবং ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। লাইফস্টাইল ফিচার সমৃদ্ধ করে, ব্র্যাক ব্যাংক ইতিমধ্যেই ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থা-কে একটি “অল-রাউন্ডার” অ্যাপে পরিণত করতে শুরু করেছে। স্বাধীন মিউজিক-এর সাথে পার্টনারশিপ-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেখানে ‘আস্থা অ্যাপ’ ব্যবহারকারীরা বিনামূল্যে এক লাখেরও বেশি বেশি গান, অগণিত পডকাস্ট এপিসোড এবং ৫,০০০টি ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। এটি আস্থা অ্যাপ ব্যবহারকারীদের বিনোদনের চাহিদাকে আরও পরিপূর্ণভাবে পূরণ করবে।

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৩০ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ৮৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২১ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Share Now

এই বিভাগের আরও খবর