মহেশপুরে চোরাকারবারিসহ সাড়ে ৫ লাখ টাকার গহনা উদ্ধার

আপডেট: January 15, 2023 |

টিপু সুলতান,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাদরতনপুর গ্রাম থেকে প্রাায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের রুপার গহনা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।

শনিবার বিকালের দিকে এক চোরাকারবারিসহ এ গহনা উদ্ধার করা হয়।চোরকারবারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামান্তা বাজার চাদরতনপুর গ্রামের কুড়ুল মালিথার ছেলে কামাল মালিথা (৩৮)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আগে থেকেই ওৎ পেতে থাকে বিজিবি সদস্যরা। এরপর এক ব্যক্তিকে চাদরতনপুর গ্রামের রাস্তা দিয়ে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে তাড়া করে । ঘটনা বুঝে কামাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে ফেলা হয়। এসময় তার কাছে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাসি করে ৪.৪৬৮ কেজি শুল্ক ফাকি দেয়া রুপার গহনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫,৩৬,৩০৪/- (পাচ লক্ষ ছত্রিশ হাজার তিনশত চার টাকা মাত্র)।

আটককৃত আসামীকে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ এবং জব্দকৃত রুপার গহনা তদন্ত কর্মকর্তার সমন্বয়ে ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর