গুরুদাসপুরে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: January 18, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিশুর মনে স্বপ্ন বনি স্লোগানে ডক্টর জাফুরুল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে বার্ষিক প্রতিযোগিতায় শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য দৌড় খেলা, বিস্কুট খেলা, হাই জামা, লং জাম, দড়ি খেলা অভিভাবকদের জন্য বালিশ খেলা সহনান আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কে স্কুলের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব ভাই বলেন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার মাধ্যমে বিকশিত করার লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়

Share Now

এই বিভাগের আরও খবর