দুমকিতে খালিদ নামের এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু

আপডেট: January 31, 2023 |
inbound5129310773004557496
print news

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে বিদ্যুৎ স্পৃষ্টে নাতি খালিদ হোসেন(১৯) এর মৃত্যুর খবর শোনার পরই প্রাণ গেল নানির ।

সোমবার ৩০ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলার জলিশা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, খালিদ হোসেন নানা বাড়ি পটুয়াখালী সদর উপজেলার পার কার্তিকপাশায় বেড়াতে গিয়ে বাশেঁর মাথায় বৈদুতিক তার লাগিয়ে মাছ ধরতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।

আহতের স্বজনেরা অচেতন অবস্থায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাতির মৃত্যুর খবর শোনার পরই হাওয়া বেগম(৭৫) মারা যান । মৃত খালিদ উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং হাওয়া বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের পার কার্তিকপাশা গ্রামের আঃ অজিজ মুন্সীর স্ত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর