নাটোরে কুল বড়ই চাষে বাজিমাত

আপডেট: January 31, 2023 |

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদেশি জাতের কুল বরই চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ভাল ফলন হওয়ায় ও বিক্রিতে ভাল দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।

কুলচাষিরা কুল বাগানে গাছ পরিচর্যা ও বাজারজাত করণে ব্যস্ত সময় পার করছেন। ফলে অনেকের বেকারত্ব জীবনে ফিরেছে কর্মসংস্থান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গুরুদাসপুর উপজেলা জুড়ে খণ্ড খণ্ড ভাবে গড়ে উঠেছে বিদেশি জাতের ৪১টি কুল বাগান। তবে নাজিরপুর ইউনিয়নের মামুদপুর, গোপীনাথপুর, মাহমুদপুরসহ বিভিন্ন গ্রামে বেশি দেখা যায় এমন কুল বাগান।

প্রতিটি বাগানে থোকায় থোকায় ধরেছে বিদেশি জাতের ভারত সুন্দরী, কাশমেরী, আপেল কুল ও নারকেল কুল বরই। কুলের ভারে নুইয়ে পড়েছে গাছের ডালপালা। কুলের আকার ও রংয়ের ভিন্নতায় অপরুপ সেজেছে এসব বাগান। এমন বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।

গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কুল চাষি মোঃ শফিকুল ইসলাম জানান, বেকারত্ব জীবনে প্রথমে ছোট পরিসরে শখে এক খণ্ড জমিতে বিদেশি নারকেল কুল চারা দিয়ে শুরু করি।

পরবর্তীতে সাফল্য আসায় কৃষি অফিসের পরামর্শে ৫বিঘা জমি লিজ নিয়ে ভারত সুন্দরী, কাশমেরী ও নারকেল এই তিন কুল জাতের তিনটি বাগান করেছি। এতে আমার খরচ হয়েছে ৭ লাখ টাকা। বাগানে কুলের ফলন ভালই হয়েছে। সফলতা আসবে এমন আশাব্যক্ত করেন তিনি।

এছাড়াও কুলচাষি, মোঃ সাদ্দাম হোসেন, তজের আলী, রতন মিয়া, মহাসিন আলী, আলম হোসেন, সাজাহান আলী ও শরীফ হোসেন জানান, গত বছর ছোট পরিসরে করায় ভাল ফলন হয়েছিল। সাফল্য আসায় বাণিজ্যিকভাবে এখন কুল বাগান করছেন তানা।

প্রতিটি বাগানে বল সুন্দরী, নারকেল কুল ও ভারত সুন্দরী জাতের কুল গাছে থোকায় থোকায় ধরেছে। কুল বড় হয়ে গেছে। ইতিমধ্যে বাজারজাত শুরু করেছেন। বাজার দরও ভালো পাচ্ছেন।

কৃষি বিভাগের তথ্যমতে জানা যায়, এবছর উপজেলায় ৪৭ হেক্টর জমিতে বিদেশি জাতের কুল চাষের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ২ হেক্টর বেশি।

বাগানের সংখ্যা ৪৩টি। এমন ফল দেখতে যেমন লোভনীয় খেতে সুমিষ্ট। লাভজনক আবাদ হওয়ায় উৎসাহী হয়ে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে এমন কুল আবাদ।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ জানান, উপজেলায় এবছর ৪৭ হেক্টর জমিতে বিদেশি জাতের ৪৩টি কুল বাগান হয়েছে। কুল চাষিদের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষিবিভাগ।

Share Now

এই বিভাগের আরও খবর