আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

আপডেট: January 31, 2023 |
3e8116 11zon 1
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী এর বর্ণাঢ্য চাকুরী জীবন শেষে অবসর নেওয়ায় আজ এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) কলেজ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ মোকছেদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলেইমান আলী, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, প্রভাষক নূরে আলম সিদ্দিক, অধির চন্দ্র দেবনাথ, উপজেলার ছাত্রলীগের আহবায়ক মোঃ খাদেমুল ইসলাম, কর্মচারীদের মধ্যে জাকির হোসেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী মোঃ আবুতাহাসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের এ কলেজের কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য তুলে ধরেন। পরে ফুলসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেন।

Share Now

এই বিভাগের আরও খবর