দুমকিতে কৃষকদের সাথে মতবিনিময় ও মৌচাক বক্স বিতরণ

আপডেট: January 31, 2023 |

মো: মিজানুর রহমান, পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়ার নলদোয়ানী তেল ফসল উৎপাদন কৃষক গ্রপের সাথে মতবিনিয় সভা ও মৌ বক্স বিতরণ।

মঙ্গলবার (৩১ জানুয়ারী ) সকালে মতবিনিময় করেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান, উপপরিচালক পটুয়াখালী মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কমর্কর্তা মেহের মালিকা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়াসহ কর্মকর্তবৃন্দ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সময় প্রধান অতিথি শওকত ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি মোতাবেক ১ইঞ্চি জমি ফাকা না রাখার কারণে কৃষি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ২০২৫ সালের মধ্যে দেশের চাহিদার ৪০ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ বছর সরিষা, সূর্যমূখী, চিনা বাদামসহ তেল ফসলের ১৩০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে তা অতিক্রম করে আরও বেশি এলাকায় তেল ফসলের আবাদ হয়েছে। রবি মৌসুমের শুরুতে বিভিন্ন কৃষক গ্রপের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভার ফলশ্রুতি এ অর্জন সম্ভব হয়েছে বলে তিনি দুমকি উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়াও কৃষি প্রনোধনার আওতায় বিতরণকৃত গম, সরিষা, খেসারি ফসলের মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কৃষকদের মাঝে সরিষা ফুল থেকে মৌমাছি সংগ্রহ করে মৌচাষে চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে চাষিদেরকে মৌবক্স বিতরণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর