১২১ রানে অলআউট ফরচুন বরিশাল

আপডেট: February 7, 2023 |
boishakhinews 2
print news

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৮তম ম্যাচে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ায়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার লোকাল প্লেয়ার মুকিদুল ইসলামের গতিতে বিধ্বস্ত হয়ে ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় বরিশাল।

দলের হয়ে ২৬ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩২ রান করেন করিম জানাত। এছাড়া ১৮ বলে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ।

অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকি ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

কুমিল্লার হয়ে ৩.১ ওভারে মাত্র ২৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার মুকিদুল।

Share Now

এই বিভাগের আরও খবর