তুরস্কের ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি

আপডেট: February 7, 2023 |

তুরস্কের ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। মঙ্গলবার আঙ্কারায় সংবাদ সম্মেলন করে এ নির্দেশ জারি করা হয়। খবরটি সিএনএনের।

প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, সোমবার তুরস্ক ও সিরিয়া শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়েছে। এতে দুই দেশের ৫ হাজারের বেশি লোক নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট আরও বলেন, যে এলাকাজুড়ে ভূমিকম্প আঘাত হেনেছে, সেসব এলাকা চিহ্নিত করে ১০টি প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করছি। একইসঙ্গে সংবিধানে ১১৯তম অনুচ্ছেদের ক্ষমতাবলে জরুরি অবস্থা ঘোষণা করছি।

তিনি বলেন, এ ঘোষণার উদ্দেশ্য হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং নির্দিষ্ট করে সবকিছু চিহ্নিত করা। এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রপতি ও সংসদীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এরদোগান।

Share Now

এই বিভাগের আরও খবর