রক্ত দিয়ে ছিনিয়ে আনা ভাষাকে কলুষিত করা বন্ধ করুন

আপডেট: February 21, 2023 |
inbound609668857847767073
print news

সাধারণত কোনো জিনিসের মূল্য নির্ধারিত হয় তার পেছনে করা ত্যাগের উপর ভিত্তি করে! ভাবতেই গর্ব হয় না?

বিশ্বের ইতিহাসে আমরা এমন এক জাতি যারা মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গ করতে কুন্ঠিত হইনি।

কিন্তু বর্তমান তরুণ সমাজে বাংলাভাষাকে নানাভাবে কলুষিত করার প্রবণতা দেখা যায়।

যেসকল বীর ভাষা শহীদদের অবদানে বাঙালি তার মায়ের ভাষাকেই দাপ্তরিক কাজে ব্যবহার করার অধিকার পেয়েছে, পেয়েছে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালনের স্বীকৃতি, পুরো বিশ্বের কাছে বাঙালী যে বীরের জাতির সম্মাননা পেলো সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা এবং স্বীয় ভাষার প্রতি মমত্ববোধ যেন কেবল এই একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ না থাকে, একজন গর্বিত বাঙালি হিসেবে বর্তমান প্রজন্মের কাছে আমার আকুতি, আমরা যেন প্রতি মূহুর্তেই বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি, যেন আমাদের চেতনা থেকে ম্লান হয়ে না যায় এই ভাষার যথাযথ মর্যাদা রক্ষা করার পেছনের করুণ পটভূমিটুকু।

বাংলা ভাষা আমাদের অস্তিত্ব, বাংলা ভাষায় কথা বলার অধিকার এক করুন ইতিহাসের নিদর্শন, মুক্তিকামী বাঙালির রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের প্রনোদনা- এর যথাযথ সম্মান রক্ষা করাই যেন হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের তরুন প্রজন্মের প্রতিজ্ঞা।

 

Share Now

এই বিভাগের আরও খবর