মোরেলগঞ্জে ৩ শিশুকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

আপডেট: February 23, 2023 |
Morrelgonj bagerhat photo 2 22.2.2023 11zon
print news

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে বেঁধে তিন শিশুকে নির্যাতন করার অভিযোগে আলম হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আলম হাওলাদার উপজেলার পঞ্চকরণ গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,শিশু শিক্ষার্থীদের দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের ছবি পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আলম হাওলাদরকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

মামলা সূত্র জানা যায় , গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আলম হাওলাদারের বাড়ির সামনে খেলাধুলা হইচই করছিল একই গ্রামের হাসান হাওলাদারের ছেলে বায়জিদ হাওলাদার (৫), ফেরদৌস হাওলাদারের ছেলে মো. ওমর হাওলাদার (৬) ও হারুন আকনের ছেলে মানিক আকন (৫)।

তখন আলম হাওলাদার বাড়ির সামনে হৈচৈ করার অপরাধে ওই তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। স্থানীয়রা গোপনে এ দৃশ্য ক্যামেরায় ধরে রাখেন।

নির্যাতিত শিশুরা ১৯৫ নং পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনার ৫ দিন পরে ২২ ফেব্রুয়ারি (বুধবার)দিবাগত রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি পঞ্চকরণ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আলম হাওলাদারকে রাতেই গ্রেফতার করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর