অষ্টম দফায় কর্মী ছাঁটাই করল টুইটার

আপডেট: February 27, 2023 |
print news

আবারও কর্মীছাঁটাই করেছে এলন মাস্কের মালিকাধীন মাইক্রো ব্লগিং সাইট টুইটার। অক্টোবরের শেষের দিকে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মাস্ক সামাজিক নেটওয়ার্ক সেবাটির দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত অষ্টম দফা কর্মী ছাঁটাই করেছে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি।

সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই দফায় টুইটারের কমপক্ষে ২০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ।

এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও। ফের কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দি ইনফরমেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্ব কমানোর লক্ষ্যে মাস্ক দায়িত্ব নেওয়ার পরে সর্বশেষ কর্মী কমানোর এ সিদ্ধান্ত। প্রথমবার গত নভেম্বরে ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করে টুইটার। এরপর আরও ৭ দফায় হয় কর্মীছাঁটাই। তবে আগামীতে বর্তমান কর্মীসংখ্যার প্রায় ৭০ শতাংশ বা ২০০০ হাজার কর্মী ছাঁটাইয়ের আওতায় আসতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর