ফের বিতর্কে নুসরাত জাহান

আপডেট: February 27, 2023 |
জাহান
print news

নায়িকা হিসেবে টালিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত জাহান। এরপর নাম লেখান রাজনীতিতে। নির্বাচিত হন সাংসদ।

অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যাচ্ছেন টালিউডে অভিনেত্রী নুসরাত জাহান। এ ছাড়া সংসারের দায়িত্ব পালন করছেন সুন্দরভাবে।

সম্প্রতি কাজের ফাঁকে প্রায়ই সামাজিকমাধ্যমে ফটোশুটের ছবি প্রকাশ করেন নুসরাত। সদ্য নতুন ফটোশুটে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন তিনি।

কালো ব্রালেট টপের সঙ্গে কালো জিনস ও ডিজাইনার কালো জ্যাকেট পরে নতুন ফটোশুটে ধরা দেন নুসরাত। ঢেউ খেলানো চুল, ন্যুড লিপস্টিক, চোখে আইলাইনার, গাঢ় কাজলে হট লুকে অভিনেত্রী।

ছবিগুলো শেয়ার করে নুসরাত লেখেন- দুই চাকা তোমার হৃদয়কে চালিয়ে নিয়ে যায়। শুধু বাইকপ্রেমীরাই বুঝতে পারবে। অর্থাৎ বাইকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

332908110 779749119680643 5850030101975458897 n

সাংসদ-অভিনেত্রীর লেটেস্ট ফটোশুটে বোল্ড আউট নেটিজেনরা। তবে উড়ে এসেছে নানা ট্রলও। এক নেটিজেনের মন্তব্য, এটি তো মিঠুন দার জ্যাকেট!

সামনে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন নুসরাত। দেবরাজ সিংহের নতুন ছবি ‘শিকারে’ দেখা যাবে তাকে। থ্রিলার ঘরানার ছবিটির শুটিং শুরু হবে মার্চ থেকে।

Share Now

এই বিভাগের আরও খবর