বগুড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

আপডেট: February 27, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সঞ্জয় কুমার দেবনাথ নামের এক ভূয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি পেশায় একজন পল্লী চিকিৎসাক হলেও ম্যাজিস্ট্রট সেজে প্রতরণা করতেন।

রোববর ২৬ ফেব্রুয়ারি সন্ধার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় প্রদানকারী সঞ্জয় কুমার দেবনাথকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভূয়া ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার গাইবান্ধা জেলা সদর উপজেলার চকবারুন এলাকার সুকুমার দেবনাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী।

এসআই শাহজাহান আলী বলেন,রোববার রাত আনুমানিক ৮ টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে তার পরিচয় পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট(৩৯ বিসিএস)পরিচয় দিয়ে গাড়ী তল্লাশি শুরু করেন।

এ সময় তাকে সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভূয়া বলে স্বীকার করে।

পরে পুলিশ তাকে আটক করেন। তিনি আরও জানান, আটককৃত সঞ্জয় কুমার পেশয় প্রতারক। তার নামে এর আগেও দুটি প্রতরণার মামলা রয়েছে।

তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সোমবার বিকালে আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর