গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

আপডেট: February 28, 2023 |
Boishakhinews24.net 268
print news

মাসুদ পারভেজ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনো হতাহতের কোন খবরও পাওয়া যায়নি।

আগুনের ঘটনা অনেক বড়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন বলে জানান।

Share Now

এই বিভাগের আরও খবর