স্ত্রীকে খুনের দায়ে শ্বশুর-শাশুড়ি-দেবর গ্রেফতার

আপডেট: March 13, 2023 |
Boishakhinews24.net 217
print news

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে শ্বশুরবাড়িতে গিয়ে মুক্তা আক্তার (২২) নামের এক গৃহবধূকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে খুন করেছে স্বামী রাজু মন্ডল (২৭)। রোববার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব- ভাকুম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা আক্তার ওই গ্রামের সুরুজ পাট্টাদারের মেয়ে ও এক সন্তানের জননী। ঘটনার পর ঘাতক রাজু মন্ডল পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে ধল্লা ইউনিয়নের চর-গাজিন্দা গ্রাম থেকে রাজুর বাবা-পলাশ মন্ডল (৬০), মা-আকলিমা খাতুন (৫০) ও ভাই-বাদল মন্ডলকে (২১) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, খুনের ঘটনায় নিহতের মা রৌশনারা বাদী হয়ে সোমবার (১৩ মার্চ) রাজুসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সুত্রে প্রকাশ , চাহিদা মত যৌতুক না পেয়ে রাজু মন্ডল অন্যান্য আসামীদের কু-পরামর্শে বাদীর বাড়িতে গিয়ে তার মেয়ে মুক্তা আক্তারকে শ্বাসরোধসহ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় মুক্তা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গ্রেফতারকৃতদের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই রাজু মা-বাবার পরিবার থেকে আলাদা হয়ে স্ত্রীকে নিয়ে সাভারস্থ তেঁতুলঝোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং অটো রিকসা মেরামতের কাজ করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এর জন্য পরিবারের অন্য সদস্যরা দায়ী নয় বলেও তারা দাবি করেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন বলেন, এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল হোতা রাজু মন্ডলসহ অন্য আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর