শিবগঞ্জে ট্যালেন্ট হ্যান্ট বিডি কর্তৃক পদার্থ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আপডেট: March 13, 2023 |
inbound87137758735688508
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নে দাড়িদহ স্কুল মাঠ প্রাঙ্গনে ”ট্যালেন্ট হ্যান্ড বিডির” আয়োজনে দুইদিন ব্যাপী পদার্থ বিজ্ঞান ( নবম-দশম) মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ছিলো সমাপনী দিন।

সোমবার ১৩ মার্চ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান( নবম-দশম) শ্রেণির শিক্ষার্থীদের সমনয়ে সমাপনী মেলায় স্হানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।

অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ,ময়দাহাট্রার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিক।দাড়িদহ বালিকা বহু- মুখী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীগন।

এর আগে ১২ মার্চ মেলাটির উদ্বোধন অনুষ্ঠানে দাড়িদহ বালক দ্বি-মুখী উচ্চ বিদ্যসলয়ের প্রধান শিক্ষক শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সান্তাহার সরকসরি কলেজের প্রফেসার মোঃ ছায়ফুল ইসলাম জোয়ারদার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার মোঃ জাহাঙ্গীর আলম,ঢাকা উদ্যান কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ সাঈদুজ্জামান,বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সেলিমুজ্জামান।

অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান মেলায় দাড়িদহ বালক দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়, দাড়িদহ বালিকা উচ্চ বিদ্যালয়,দাড়িদহ ফাজিল ডিগ্রী মাদ্রাসা,মমেনা বক্কর কৃষি ডিপ্লোমা কলেজ,ফজলুল বারী কারিগরি ও বি এম মহাবিদ্যালের শিক্ষার্থীরা কর্ণফুলি,যমুনা,পদ্মা,মেঘনা, ম্যাগনেট আর্কিমিডিস, রংধনু গ্যালাক্সি,ও ধুমকেতু নামে ৯টি স্টল স্হাপন করেন।

স্টলগুলোতে তড়িৎ চৌম্বক ও এর দিক,সলিনয়েড,তড়িৎবাহী চৌম্বক আবেশ ও এসি জেনারেটর,ট্রান্সফর্মার আর্কিমিডিসের সূত্রের সত্যতা প্রমাণ,ওহমের সত্যতা প্রমাণ, ,রোধের সূত্রের সত্যতা প্রমাণ,রেকটিফিকেশন সহ প্রচলিত থিওরি নির্ভর শিক্ষাব্যবস্হাকে প্রাকটিকের ডিভাইস দিয়ে থিওরির আলোকে শিক্ষার্থীদের বোধগম্য করে তোলা ও সেটাকে বাস্তব জীবনে প্রযোগ করা য়ায় সেই লক্ষকে সামনে রেখে দশম- নবম শ্রেণি শিক্ষার্থীদের নিয়ে এই পদার্থ বিজ্ঞান মেলায় আয়োজন করা হয়।

প্রধান অতিথি উম্মে কুলসুম সম্পা ও বিশেষ অতিথি টি এম আব্দুল হামিদ বক্তৃতায় শিকার্থীদের উদ্দেশ্যে পদার্থ বিজ্ঞান বিযয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এর পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে শিক্ষার্থীদের মেলায় বসানো স্টলগুলো পরিদর্শন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর