স্থানীয় বখাটেদের হামলায় গুরুতর আহত ইবি শিক্ষার্থী, প্রতিবাদে সড়ক অবরোধ 

আপডেট: March 13, 2023 |
inbound1926353051463906141
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাতের উপর হামলা করা হয় বলে এতে আহত হয় দুইজন শিক্ষার্থী। তারা উভয় ১৮-১৯ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।

সোমবার (১৩ মার্চ) বিকালে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর বন্ধু সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেয়ার সময় স্থানীয় বখাটে তাদের সাথে থাকা মেয়ে বান্ধবীদের ভিডিও করে।

এর প্রতিবাদে তারা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। এর প্রেক্ষিতে বখাটে ছেলেরা তাদের মধ্যের দুইজন শিক্ষার্থীকে শেখ পাড়া বাজারে পেয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে এলোপাতাড়ি মারধর করে।

এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন। তারা বহিরাগত মুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থী হামলার বিচার ও নিরাপদ ক্যাম্পাস সহ তিন দফা দাবি নিয়ে এ বিক্ষোভ করেন। এতে উপস্থিত ছিলেন ক্যাম্পাসের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাস থেকে দুইজন শিক্ষার্থী মোটরসাইকেলের তেল নিতে শেখপাড়া বাজারের পাম্পে এলে ৮-১০ জন তাদের ঘিরে ধরে। তারপরই তাদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

ইবি থানার ভারপ্রাপ্ত ওসি আননূর জায়েদ বিপ্লব বলেন, আমরা বিষয়টি নজরে রাখছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি। গেটে পুলিশ মোতায়ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ঘটনা শোনা মাত্রই ইবি থানার ওসি ও সহকারী প্রক্টরদের সেখানে পাঠিয়েছি।

পরবর্তীতে আমি দুইজন সহকারী প্রক্টর নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের নিয়ে বসেছি।

আমাদের কোনো শিক্ষার্থীকে যদি মারধোর করা হয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস উত্তপ্ত করা, জনগণের জানমালের ক্ষতি, রাস্তা আটকে মানুষের ভোগান্তি সৃষ্টি করা সমর্থন করিনা।

আহতদের ইতিমধ্যে ক্যাম্পাসে চিকিৎসা দিয়ে কুষ্টিয়া পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত অচিড়েই তাদের ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর