ইবি ‘রক্তিমা’র সভাপতি সাইফ, সম্পাদক তুষার


সাকিব আসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা “রক্তিমা” এর সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম (সাইফ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সেফায়েত উল্লাহ তুষার।
সোমবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এছাড়াও অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সিরাজুম মুনিরা, রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রোহিনী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদকে আব্দুল্লাহ আল মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদকে নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মসিউর রহমান, দপ্তর সম্পাদক আজিজা আনজুম।
আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।