রাজধানীর কুনিপাড়ায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপডেট: March 13, 2023 |
inbound8156307035448445481
print news

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার রাত ৮টার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে যান।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও সাতটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিস।

Share Now

এই বিভাগের আরও খবর