শিবগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: “কৃষি কাজে প্রযুক্তি শিবগঞ্জের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে তিনদিন ব্যাপী PDADP কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৪ মার্চ সকাল ১১ টার টিকে বেলুন উড়িয়ে ও ফিতাকেটে তিনদিন ব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার,প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি অফিসারের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার।,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,পৌর আওলামীলীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন,কৃষি সম্পসারণ অফিসার শায়লা আফরোজ সেতু,উপ-সহকারী কৃষি অফিসার পলাশ কুমার,পৌর কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ প্রমূখ।
উক্ত কৃষি প্রযুক্তি মেলায় ১২ টি স্টল কৃষি পণ্য প্রদর্শন করেন।