বগুড়ায় ৬৬ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

আপডেট: March 14, 2023 |
inbound7169320263407328336
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর ফাঁড়ি পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহিনুজ্জামান এর নেতৃত্বে এসআই(নিঃ)মোঃ খোরশেদ আলম, এসআই (নিঃ) মাোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার,করা হয়।

এসময় তাদের হেফাজতে থাকা ৬৬ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন-গাইবান্ধা জেলাধীন দূর্গাপুর(কানিপাড়া) গ্রামের গেনডেলা ব্যাপারীর ছেলে মোঃ ফিরোজ ব্যাপারী(৪৫), বর্তমান ঠিকানা বগুড়া সদর থানার চকসূত্রাপুর(হাড্ডিপট্রি) এলাকার জনৈক মোঃ মোস্তফা এর বাড়ির ভারাটিয়া এবং বগুড়া সদর থানার ফুলবাড়ী(মধ্যপাড়া) গ্রামের মোঃ শাহিন এর ছেলে মোঃ রিফাত(২৩)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শাহিনুজ্জামান।

সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান,
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ধৃত আাসামীদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

Share Now

এই বিভাগের আরও খবর