অপ্রয়োজনীয়টা রেখে যান প্রয়োজনীয়টা নিয়ে যান

আপডেট: December 12, 2018 |

মানবতাবাদী জনপ্রিয় সংগঠন ব্রাদার্স ইউনিয়ন এর বাণী “আপনার অপ্রয়োজনীয় শীতবস্ত্র, জামাকাপড় এখানে রেখে যান এবং আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে যান” একটি ফেস্টুন ঝুলানো আছে। সাথে হ্যাঙ্গারে রয়েছে কিছু জামা কাপড়ও। ঝালকাঠির  জেলা প্রশাসক কার্যালয়ের পিছনে শিশু শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল ওয়াহাব গাজী শিশু বিদ্যালয় সংলগ্ন জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার’র সরকারী বাসভবনের সামনে সরকারী শিশু পার্ক।

শিশু পার্কের দক্ষিণ প্রান্তের প্রাচীনতম একটি আমগাছের সাথেই ফেস্টুনটি ঝুলানো। সেখানে একটি পায়জামা, একটি প্যান্ট, একটি শার্ট ও একটি গেঞ্জি রয়েছে। চলাচলের পথচারীরা তা দেখে উদ্যোক্তাকে হাসিমুখে ধন্যবাদ। কিন্তু এ মহৎ কাজটির উদ্যোক্তা কে  তা আদৌ কেউ জানে না। সচেতন কয়েকজন পথচারীর সাথে আলাপকালে তারা জানান, এটি একটি ভালো উদ্যোগ। আমরা এধরনের কাজে সহায়তা করে নিজের অপ্রয়োজনীয়টা যদি এখানে রেখে যাই তাহলে শীতকাতুরে মানুষ আত্মসম্মান বোধের কারণে দিনে না নিলেও রাতে তাদের প্রয়োজনীয়টা নিতে পারেন। এতে সামান্য দেখালেও উপকারটা অনেক মহৎ কাজে রূপ দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর