কাহালুতে ২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার

আপডেট: March 23, 2023 |
inbound9123508481137097278
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযানে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯২০০টাকাসহ বিউটি বেগম(৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।

বুধবার( ২২মার্চ) রাত ২১,১৫ ঘটিকার সময় বগুড়ার কাহালু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন সাঘাটিয়া নয়াপাড়া গ্রামের বাদল ফকিরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় বসতবাড়ির মাটির নিচ ও বসতঘর হতে ২ (দুই) কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯২০০ টাকাসহ বিউটি বেগমকে গ্রেফতার করেন পুলিশ।

সেই সাথে একটি ডিজিটাল ওজন পরিমাপক মেশিনো উদ্ধার করে পুলিশ।এসম বাড়ির বালিক বাদল ফকির(৫৬) কৌশলে পালিয়ে যায়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, বিউটি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বাড়ির মালিক পলাতক আসামি বাদল ফকিরকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Share Now

এই বিভাগের আরও খবর