গুরুদাসপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ

আপডেট: March 23, 2023 |

ইমাম হাছাইন পিন্টু নাটোর. প্রতিনিধি: কৃষিই সম্পদ নাটোরের গুরুদাসপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২মার্চ) গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহ নেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রুখসানা আক্তার লিপি প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ।

জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়

Share Now

এই বিভাগের আরও খবর