বড়াইগ্রামে যুবদলের কমিটি ঘোষনা

আপডেট: March 24, 2023 |
inbound7329208860541427111
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর যুবদলের কমিটি ঘোষনা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কমিটির ঘোষনা দেয়া হয়। এর আগে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে রণির চাতালে তার সম্মেলন করে।

জেলা যুব দলের সহ-সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত কমিটি থেকে জানা যায়, উপজেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মোস্তাফিজুল হক বকুল।

বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি মোঃ আব্দুল খালেক সরকার, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক শামীম হাসান, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এবং বনপাড়া পৌর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ সালমান নির্বাচিত হয়েছেন।

বিদায়ী আহ্বায়ক বেলাল হোসেন মৃধা বলেন, গঠনতন্ত্র মোতাবেক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই কমিটি নিয়ে কারো মনে অসন্তুষ্টি নাই

Share Now

এই বিভাগের আরও খবর