মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট: March 27, 2023 |
inbound6487844842107947930
print news

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।

কেউ হতাহত হয়েছে এমন খবর ফায়ার সার্ভিসের কাছে এখন পর্যন্ত আসেনি বলেও তিনি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর