কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চালকদের জরিমানা

আপডেট: March 30, 2023 |

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে যানবাহনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স, দ্রুত গতিতে গাড়ি চালানো সহ বিভিন্ন অপরাধে বাস, ট্রাক ও পিক-আপ গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদন্ড মামলা দিয়ে জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার দুপুর ৩ টা দিকে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় (কালীগঞ্জ- যশোর) মহাসড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই শামীম রহমান, পুলিশ সদস্য সহ উপজেলার কর্মচারিরা। এ ব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত জাহান বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা বেশি ঘটার কারণ হল যানবাহনে অদক্ষ চালক , ফিটনেস বিহিন, বৈধ কাগজ না থাকা সহ দ্রুত গতির জন্য।সেজন্য মহাসড়কে আইন না মেনে যানবাহন চালালে এমন আদালত নিয়মিত পরিচালনা করা হবে। এ আদালতে গাড়ির চালককে কাছে যথাযথ বৈধ কাগজ না অপরাধে ৬ টি অর্থদন্ড, মামলা দিয়ে নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর