ফতুল্লায় আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় হকবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি।
ওসি জানান, চারতলা ওই ভবনের তৃতীয় তলায় ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- রমিথ (১৪), নারায়ণ (৪০), শাওন (১০), অর্চণা (২৮), অর্পিতা (১০), শ্রিনাথ (৩৫), অনামিকা (১৫), সুষ্মিতা (২৭) ও হরিদাস (৫৫)।
জানা গেছে, ভোরে বাড়ির গৃহকর্ত্রী রান্না ঘরে যাওয়ার আগে থেকেই চুলা লিকেজ হয়ে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এসময় গৃহকর্ত্রী চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ওই বাড়ির সবাই দগ্ধ হন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।