জয়ে ফিরে শিরোপার আরও কাছে বার্সা

আপডেট: April 24, 2023 |
Boishakhinews24.net 316
print news

স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল কাতালান ক্লাবটি।

ক্যাম্প ন্যু-তে শুরু থেকেই আক্রমণ ও বল দখল সব জায়গায় আধিপত্য দেখায় কাতালানরা। গোলমুখে শটও করে একের পর এক।

তবে অ্যাথলেটিকোর জমাট রক্ষণে বার বারই ব্যর্থ হতে হয়েছে লেভানদোভস্তিদের। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে বার্সাকে আর আটকাতে পারেনি মাদ্রিদের দলটি।

চমৎকার গোলে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। ডান দিক থেকে রাফিনিয়ার পাস পেয়ে বক্সের মুখ থেকে ডান পায়ের নিচু শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পর বেশকিছু সুযোগ পায় দু’দলই। তবে গোল না হওয়ায় এই নূন্যতম ব্যবধানের জয় নিয়েই শীর্ষস্থান আরও মজবুত করলো জাভি হার্নান্দেসের শিষ্যরা।

৩০ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

Share Now

এই বিভাগের আরও খবর