টেক্সাসে শপিংমলে হামলা, বন্দুকধারীসহ নিহত ৯

আপডেট: May 7, 2023 |

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাসের উত্তরে একটি শপিংমলে একজন বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

রোববার সকালে বিবিসি এক প্রতিবেদনে এ তথা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি পথচারীদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছেন। ওই সময় অ্যালেন শহরের মল থেকে শত শত লোককে সরিয়ে নেয়া হয়।

নিহতদের মধ্যে কয়েকজন শিশু বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজন গুরুতর আহত।

অ্যালেনের দমকল বিভাগের প্রধান জনাথন বয়েড বলেছেন, ঘটনাস্থলে হামলাকারীসহ ৭ জনের মৃতদেহ মেলে; দুইজন পরে হাসপাতালে মারা যায়।

অ্যালেন পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, এক পুলিশ কর্মকর্তা বন্দুকের গুলির শব্দ শুনে সেখানে গিয়ে সন্দেহভাজনকে নিষ্ক্রিয় করে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ বন্দুক হামলার ঘটনাকে ‘ভাষায় প্রকাশ করা যায় না এমন বেদনাদায়ক ঘটনা’ অভিহিত করেছেন।

শহরটির কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তায় রাজ্য প্রস্তুত বলে আশ্বস্তও করেছেন তিনি।

যারা গুলির ঘটনার ভিডিও করেছেন তাদেরকে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছে অ্যালেন পুলিশ। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এ ঘটনার আলামত সংগ্রহ করছে।

নিউ ইয়র্কভিত্তিক একটি বার্তা সংস্থাকে এক প্রত্যক্ষদর্শী জানান, সুপরিচিত ব্র্যান্ড এইচঅ্যান্ডএমে কেনাকাটা করার সময় কানে হেডফোন থাকার পরও তিনি গুলির শব্দ শুনেছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বন্দুকধারীকে কালো পোশাক পরা এবং যুদ্ধের সরঞ্জাম পরিহিত বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত এমন ১৯৮টি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ।

Share Now

এই বিভাগের আরও খবর